রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের ৩৫০ জন মেধাবী পড়ুয়াদের সম্মান জানাল টেকনো ইন্ডিয়া গ্রুপ।

রাজ্য | উত্তরবঙ্গের ৩৫০জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দিল টেকনো ইন্ডিয়া গ্রুপ

Moumita Basak | ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭ : ৩৮Moumita Basak


আজকাল ওয়েবডেস্ক:  উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের ৩৫০ জন মেধাবী পড়ুয়াদের সম্মান জানাল টেকনো ইন্ডিয়া গ্রুপ। শিলিগুড়িতে অনুষ্ঠিত হল টেকনো ইন্ডিয়া গ্রুপের ‘উত্তরবঙ্গ মেধারত্ন উৎসব ২০২৪’। দীনবন্ধু মঞ্চে এই উৎসবের আয়োজন করা হয়। ১০তম বর্ষে ২০২৩ এবং ২০২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিকে শীর্ষ স্থানাধিকারীদের সংবর্ধনা জানানো হয়।

 

উত্তরবঙ্গে বিভিন্ন স্কুল থেকে আসা কৃতী ছাত্রছাত্রীদের পুষ্পস্তবক, স্মারকের পাশাপাশি ডায়েরি উপহার দিয়ে সম্মান জানানো হয়। একইসঙ্গে সম্মানিত করা হয় তাদের অভিভাবকদেরও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব,  টেকনো ইন্ডিয়া গ্রুপ চিফ অ্যাকাডেমিক অফিসার তথা স্কুল অফ বিজনেস্র ডিন ড.‌ দেবাশিস চক্রবর্তী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায়,  টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুলের ডিরেক্টর মীরা ভট্টাচার্য,  ক্যাম্পাস এনরিচমেন্ট অ্যান্ড কমিউনিটি রিলেসনস (‌স্কুল)–এর ডিরেক্টর ড.‌ জানকি মুখার্জি‌,  টিআইজিপিএস–এর এগজিকিউটিভ অ্যাকাডেমিক ডিরেক্টর সি কে পালিত,  প্রদীপ্ত চ্যাটার্জি (‌দক্ষিণবঙ্গ), নন্দিনী দাশগুপ্ত (‌উত্তরবঙ্গ), সহকারি ডিরেক্টর ডিরেক্টর সন্দীপ দাস (‌স্কুল)–সহ বহু বিশিষ্টরা।

 

একইমঞ্চে কৃতীদের পাশাপাশি সম্মান জানানো হয় ক্রিকেট খেলোয়ার মুন্না সরকার,  মহিলা ক্যারাম খেলোয়ার পাপিয়া বিশ্বাস, দাবাড়ু সৌম্যক ধারোয়াকে। সেইসঙ্গে তাইকুন্ডোর শ্রেয়া বসাককেও সম্মান জানানো হয় টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে। ১০ বছর আগে টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগ এবং নর্থ বেঙ্গল ভিশন–এর সহযোগিতায় এই মেধারত্ন উৎসবের যাত্রা শুরু হয়েছিল। শুরুটা ছোট পরিসরে হলেও বর্তমানে এই মেধারত্ন উৎসব বৃহৎ মহীরুহতে পরিণত হয়েছে বলে জানান নর্থবেঙ্গল ভিশনের আহ্বায়ক সরোজ চক্রবর্তী।

 

শিলিগুড়ির মেয়র সকলকে উৎসাহ দিয়ে বলেন,  বরাবর আমি এই উৎসবে আমন্ত্রিত থাকি। খুব ভালো লাগে এই অনুষ্ঠানে থাকতে পেরে। এভাবে মেধাবীদের সম্মান জানিয়ে উত্তরবঙ্গে এক অনন্য নজির গড়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। উৎসবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ফালাকাটা, জলপাইগুড়ি–সহ টেকনো ইন্ডিয়া গ্রুপের বিভিন্ন স্কুলের পড়ুয়াদেও সম্মানীত করা হয়।

 

চলতি বছরে অভিনব ভাবনাচিন্তায় পরিকল্পনা করা হয়েছিল গোটা অনুষ্ঠান। প্রতিটি পর্যায়ে ছিল স্কুলের পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান। নাটক–নৃত্যের মাধ্যমে পড়ুয়ারা তুলে ধরেছিল সমাজের বাস্তব পরিস্থিতি এবং শিক্ষার মূল্যবোধকে। টেকনো ইন্ডিয়া গ্রুপের সমস্ত স্কুলের পড়ুয়াদের পাশাপাশি উত্তরবঙ্গে এই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের আধিকারিকরাও এই অনুষ্ঠানকে সমানভাবে উপভোগ করেছেন।


#technoindiagroup#felicitated#felicitatedstudents#northbengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...

রাজ্য-ডিভিসি বিবাদেই কি সঙ্কট! চাষের জল পাচ্ছেন না পূর্ব বর্ধমানের কৃষকরা...

ইএসআই হাসপাতালে চন্দ্রবোড়ার উপদ্রব! আতঙ্কে রোগী এবং রোগীর পরিজন, ডাক পড়ল বিশেষজ্ঞের...

স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী...

কানের দুল ছিনতাইয়ে বাধা, বৃদ্ধাকে একা পেয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী...

হতে পারেন লেপার্ড বা বাইসনের মুখোমুখি, জঙ্গল সাফারিতে নতুন নিয়ম গরুমারায় ...

মোবাইলে কথা বলছিলেন পড়ুয়া, হঠাৎই পিঠে বাঘের থাপ্পড়, তারপর?...

স্ট্রোক হলে আর রেফার নয়, স্থানীয় হাসপাতালেই রাজ্যের মানুষ পাবেন বিশ্বমানের চিকিৎসা, নয়া উদ্যোগ স্বাস্থ্য ভবনের...

সুন্দরবনে বেড়াতে গিয়ে ঘটল বিপত্তি, মাতলার জলে পড়ে নিখোঁজ পর্যটক...

পানাগড়ের সেনা ছাউনিতে সন্দেহভাজন যুবক গ্রেপ্তার! জঙ্গি যোগ? তদন্তে পুলিশ...

বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24